আমাদের কথা

আমরা কারা?

আমরা দেশে এবং দেশের বাহিরে পড়াশোনা করা এক ঝাঁক তরুণ তরুণী, যারা এক অন্যরকম বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে দারিদ্র্যের অভিশাপে কোনো শিক্ষার্থী ঝরে যাবে না অকালে, যেখানের মাদকাসক্তির বিষাক্ত ছোবলে পথ হারাবে না আমাদের কোনো মেধাবী ভাই-বোন, যেখানে দুর্নীতি ও অন্যায়ের চরম জাঁতাকলে পৃষ্ঠ হবে না দিনরাত এক করে দিয়ে চাকরীর প্রস্তুতি নেয়া সেই বড়ভাই। সর্বোপরি আমরা সেই বাঙালি যারা তাদের দেশকে ও দেশের মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসি। আমরা সেই বাঙালি যারা ভবিষ্যতের বাঙালির জন্য এক স্বচ্ছ, পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত ন্যায়ের বাংলাদেশ উপহার দিয়ে যেতে চাই। 

আমাদের উদ্দেশ্য কী?

আমাদের দেশের হাজার হাজার মেধাবী তরুণ-তরুণীরা শুধুমাত্র সঠিক সময়ে সঠিক এবং পর্যাপ্ত তথ্যের অভাবে অনেক ভালো ভালো সুযোগ লুফে নিতে পারছে না। ক্যারিয়ার বা শিক্ষার ক্ষেত্র হিসেবে তারা দেশের এমনকি শহরের গণ্ডি পেরতে পারছে না। আমাদের উদ্দেশ্য হল সেই সব মেধাবী তরুণ-তরুণীর কাছে পর্যাপ্ত তথ্য পৌঁছে দেয়া, যাতে করে শুধুমাত্র তথ্যের অভাবে নিজেদের পটেনশিয়ালিটি বিশ্ব ও দেশবাসীর কাছে তুলে ধরতে ব্যর্থ না হয়। 

আমাদের ডেভেলপার টিম

আমাদের হাজার হাজার মেধাবী তরুণ-তরুণীদের মধ্যে থেকে কিছু নিঃস্বার্থ প্রাণ আমাদের এই স্বেচ্ছাসেবা মূলক কাজে অনুপ্রেরণা দিয়ে চলছে তাদের জ্ঞানের মাধ্যমে, কাজের মাধ্যমে। তাদের প্রতি আমাদের শিক্ষা_সুযোগ টিমের ছোট্ট একটি কৃতজ্ঞতা। সেই সব নিঃস্বার্থ মহৎ প্রাণগুলোর সম্পর্কে জানতে চলুন ঘুরে আসি আমাদের ওয়েবসাইটের এই পেজটি।

আমাদের লেখক প্যানেল

ঠিক ডেভেলপার টিমের মতোই আমাদের হাজার হাজার মেধাবী তরুণ-তরুণীদের মধ্যে থেকে কিছু নিঃস্বার্থ প্রাণ আমাদের এই স্বেচ্ছাসেবা মূলক কাজে অনুপ্রেরণা দিয়ে চলছে তাদের জ্ঞানের মাধ্যমে, লেখনীর মাধ্যমে। তাদের প্রতি আমাদের  শিক্ষা_সুযোগ টিমের ছোট্ট একটি কৃতজ্ঞতা। সেই সব নিঃস্বার্থ মহৎ প্রাণগুলোর  সম্পর্কে জানতে চলুন ঘুরে আসি আমাদের ওয়েবসাইটের এই পেজটি।

আমাদের সাথে যোগাযোগ?

আমাদের সাথে যোগাযোগ করতে পূরণ করে ফেলুন পাসের এই ফর্ম। জানিয়ে দিতে পারেন আপনার যেকোনো মতামত, অথবা জেনে নিতে পারেন আপনার যেকোনো প্রাসঙ্গিক প্রশ্নের উত্তর।

আপনার ম্যাসেজের অপেক্ষায় থাকবে শিক্ষা সুযোগ পরিবার।